অবৈধ দখল ও নানা ধরনের বর্জ্য ফেলার কারণে ভরাট হয়ে যাচ্ছে চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। ৮৬৬ মিটার প্রস্থের এই নদী এখন ৪১০ মিটারে দাঁড়িয়েছে। মূলত শাহ আমানত সেতুর আশপাশে গড়ে ওঠা বৈধ-অবৈধ স্থাপনার কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি পলিথিন, গৃহস্থালি বর্জ্য, কলকারখানার বর্জ্য নদীতে এসে পড়ায় কর্ণফুলী ভাগাড়ে পরিণত হয়েছে। নদীতে ড্রেজিং করেও স্থায়ী সুফল পাওয়া যাচ্ছে না। শনিবার, ৩ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...