শিশুদের সাথে শিমুল ফুলের একটি নিবির সম্পর্ক রয়েছে। শিমুল ফুলের এমন রং যা ছোট বাচ্চাদের আকর্ষণ করে। ছোট শিশুরা শিমুল ফুল দিয়ে খেলাধূলা করেনি এমন চিত্র কেউ কখনো হয়তো দেখেনি। শিমুল ফুল দিয়ে খেলাধূলায় ব্যস্ত সময় পাড় করছে শিশুরা। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় থেকে তোলা। মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত