প্রধান তথ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পেলেন জাকির হোসেন

পিবিএ, ঢাকা: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব লাভ করলেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) তথ্য মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে জাকির হোসেনকে এই দায়িত্ব প্রদান করা হয় ।

আদেশ অনুযায়ী, গণযোগাযোগ অধিদফতরের দায়িত্বের পাশাপাশি তিনি প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বও পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
জাকির হোসেন ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা।

এর আগে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

কামরুন নাহারকে সচিব করার পর থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি ফাঁকা ছিল। ফলে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশের জন্য নতুন অ্যাক্রিডিটেশন কার্ড এবং তা নবায়ন করতে পারছিলেন না।

জাকির হোসেনের এই নতুন দায়িত্বের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...