ভালোবাসা দিবসে বিয়ে করলেন অভিনেত্রী স্পর্শিয়া

বসন্তের দিন আজ। ভালোবাসা দিবসও। নতুন জীবনে পা রাখতে তাই এ দিনটিকেই বেছে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। আজ বুধবার ইনানী সমুদ্রসৈকতে চলছে তাঁদের বিয়ের আয়োজন, যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনেরা আছেন।

স্পর্শিয়া বলেন, ‘নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তা ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে–ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করেই। স্পর্শিয়া বলেন, ‘আমাদের এক কমন ফ্রেন্ড ঘটক হিসেবে কাজ করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরি হয়।’

সমুদ্রসৈকতে বিয়ের পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছা ছিল এমন জায়গায় বিয়ে করব, যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছাকে প্রাধ্যান্য দিয়েছেন।’

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে স্পর্শিয়ার কাজের শুরুটা হয়েছিল ২০১১ সালে। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর নাটক, টেলিছবি আর চলচ্চিত্রেও সমানতালে অভিনয় করেছেন। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তাঁর অভিষেক ঘটেছে। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

আরও পড়ুন...