পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা বাজার সংলগ্ন এলাকা থেকে ২ কেজি গাজাঁসহ একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। বৃস্পতিবার বিকাল ৫ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বাজার সংলগ্ন থেকে গাজাঁসহ একজনকে আটক করে। এসময় ভারতীয় গাজাঁ পাচারের সাথে জড়িত সাগর আহম্মেদ (১৯) আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত সাগর আহম্মেদ দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান পিবিএ’কে জানান, বিজিবি’র বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাজাঁসহ একজনকে আটক করা হয় । গাজাঁর আনুমানিক মূল্য ৭হাজার টাকা। আটককৃত সাগরকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি ।
পিবিএ/টিটি/হক