শাখা ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ উভয় গ্রুপের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার দুপুর থেকে সংঘর্ষ শুরু হয়। রাত ৮টার সময়ও সংঘর্ষ চলছে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে এসব খবর জানা গেছে।
আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও নতুন কমিটির জন্য ছাত্রলীগের গ্রুপগুলো সংঘর্ষে জড়িয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, পুলিশ ও প্রক্টরের সামনেই ঘণ্টার পর সংঘর্ষ চলছে। কোনোভাবেই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শুরুতে দুপুরে শাহজালাল ও শাহআমানত হল সংঘর্ষে জড়ায়। পরে সন্ধ্যায় শহীদ আব্দুর রব হল সংঘর্ষে জড়ায়। শাহজালাল হলে সিক্সটি নাইন, শাহ আমানত হলে ও শহীদ আব্দুর রব হলে সিএফসি অবস্থান করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার বলেন, আমাদের কাছে অতিরিক্ত পুলিশ নেই। আমরা ওসির সঙ্গে যোগাযোগ করছি। র্যাব মোতায়েন করার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি।