পিবিএ,কুড়িগ্রাম: প্রধান শিক্ষকের পরের ধাপে বেতন স্কেল নির্ধারণের দাবিতে সারাদেশের মতো কুড়িগ্রামে সহকারি প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পাল করা হয়।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সহকারি প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সদর কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, সিনিয়র শিক্ষক শাকিলা মারমিন বন্যা, জেবুন নাহার যুথি প্রমুখ। কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, সহকারি প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে প্রধান শিক্ষকদের পরের ধাপ ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি বাস্তবায়নের আহবান জানাচ্ছি।
পিবিএ/ইউএ/এমএসএম