পঞ্চগড়ে ‘আস্থা’ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি : ‘আস্থা’ প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে এক অবহিতকরণ সভা রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশি উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্প ‘আস্থা’ জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংগঠন ডেমোক্রেসি ওয়াচ এ সভার আয়োজন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বিষয়ে উপস্থাপন করেন ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ।সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লাহ আমির, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাকছুদুল কবীর, ডুডুুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.নাজিমউদ্দীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার ও জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন।সভায় প্রকল্পটি ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচলক সানজিদা লিপি সভায় জানান, ‘দেশের ৭ টি বিভাগের ১৮ টি জেলার ১৪৭ টি উপজেলায় বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন প্রকল্পটির বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছে। এর মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৩ টি উপজেলায় বাস্তবায়ন করছে ডেমোক্রেসি ওয়াচ।

জাতীয় যুবনীতির বাস্তবায়ন ও যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করে তিন বছরের মেয়াদে প্রকল্পে ১৮-৩৫ বছরের যুব নারী পুরুষদের তৃনমূল পর্যায়ে সংগঠিত করে সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠন, সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ সৃষ্টি করা, একটি অর্ন্তভুক্তিমূলক সমাজ গঠনে যুবদের সাথে বয়স্কদের মেলবন্ধন তৈরির মধ্যে যুব নেতৃত্বের বিকাশ ঘটানেই প্রকল্পের উদ্দেশ্য। এতে করে এসডিজির ৫,১০.১৬,১৭ অর্জন করা সম্ভব হবে। তবে প্রকল্পের মেয়াদ বাড়তেও পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।সভায় বিভিন্ন শ্রেণিপেশার ৫০ জন প্রতিনিধি অংশ নেয়।

আরও পড়ুন...