মোহাম্মদ সামির বিশ্বকাপ অনিশ্চিত!

পিবিএ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ফের বিপাকে ভারতীয় ফার্স্ট বোলার মোহাম্মদ সামি। স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।

শুধু তাই নয়, সেই চার্জশিটে নির্যাতন, শ্লীলতাহানীর অভিযোগও রাখা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন ধার্য হয়েছে। সে সময় বিশ্বকাপ অভিযানে থাকবে ভারত।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কী সামির বিশ্বকাপে খেলা অনিশ্চিত? এখনও অবশ্য তা বলার সময় আসেনি। তবে এই ধরণের মামলা খুবই স্পর্শকাতর। বেশির ভাগ সময় স্ত্রীর পক্ষে রায় দেয় আদালত। সেক্ষেত্রে সামিকে কারাগারে যেতে হতে পারে বলেও আশঙ্কা।

উল্লেখ্য, এর আগে যখন প্রথম হাসিন জাহান অভিযোগ জানান, তখন ভারতীয় বোর্ড বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছিল। কেবল সামির গ্রেড ঠিক না করে তা স্থগিত রেখেছিল বোর্ড। এবারও বিষয়টির মধ্যে বোর্ড ঢুকবে না বলেই মত অনেকের।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩৫৪এ, ধারায় সামির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তার বিরুদ্ধে ধর্ষণ, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ চার্জশিটে আনা হয়নি। মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়।
পিবিএ/এএম

আরও পড়ুন...