পিবিএ, ঢাকা: ভারতের মহারাষ্ট্রের ঠানের অম্বরনাথে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার (আরপিআই) প্রধান রামদাস অটওয়ালে।
মঞ্চে বক্তব্য কালে আচমকাই মঞ্চে উঠে মন্ত্রীকে চড় মারলেন এক ব্যক্তি। চেষ্টা করলেন ধাক্কা মেরে ফেলে দেয়ারও। কিন্তু তার আগেই ছুটে এলেন নিরাপত্তারক্ষীরা। মঞ্চে উঠে পড়লেন মন্ত্রীর দলের কর্মী-সমর্থকরাও। হামলাকারীর হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী।
শনিবার রাতে হঠাৎ এই আক্রমণে কার্যত হকচকিয়ে যান মন্ত্রী। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে নিয়ে অনুষ্ঠান ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন।
নিরাপত্তারক্ষীদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন আরপিআই সমর্থকরা। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তির নাম প্রবীণ গোসাভি। তিনি নিজেও ওই দলের কর্মী। কিন্তু কী কারণে তিনি দলেরই সুপ্রিমোকে মঞ্চে উঠে সর্বসমক্ষে থাপ্পড় মারলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে ঘটনা জানতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পিবিএ/ইএইচকে
আরও পড়ুন: