কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. মরিয়ম মুন মুঞ্জুরী এ রায় দেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জনই অনুপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা মনোহরগঞ্জের দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের তাজুল ইসলামের তিন ছেলে রিয়াদ হোসেন (২৯), মীর হোসেন (৩৭), আনোয়ার হোসেন (৪১), সামছুল হক পাটোয়ারীর দুই ছেলে ইউসুফ (৩৬), ইসমাইল হোসেন(৩৫), ছালেহ আহম্মদের ছেলে মিসু (২২), শহীদ উল্লাহ মেম্বারের ছেলে রাজন (৩১), তাজুল ইসলামের ছেলে মানিক মিয়া (৩১), আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (২৪) ও মৃত সুলতান আহম্মদের ছেলে রাশেদ (২২)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তাজুল ইসলামের ছেলে নোমান (২৩), সিরাজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (৪১), হাজি আব্দুস সামাদের ছেলে আবুল কাশেম পিচ্চি কাশেম (৪২), মৌরভী আরী আকবরের ছেলে শহীদউল্লা মেম্বর (৫৫), নূর আহম্মদের দুই ছেলে সালেহ আহম্মদ (৩২) ও সোহাগ (২৬), মৃত সফিকুর রহমানের ছেলে স্বপন (৩৫), মৃত মন্তাজুর রহমানের ছেলে টিপু (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ মে সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মনোহরগঞ্জ দক্ষিণ বাতাবাড়িয়ার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালান আসামিরা। এ সময় তারা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জাহাঙ্গীরকে হত্যা করেন।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। বুধবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।