নিউজিল্যান্ডে মসজিদে হামলার কঠোর নিন্দা এরদোগানের

পিবিএ ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি মসজিদে উপাসনারত মুসলিমদের উপর বন্দুকধারীদের বর্বর হামলাকে গণহত্যা আখ্যায়িত করে বলেছেন, এর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে, তা নাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটবে। খবর গার্ডিয়ানের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষকে অলসভাবে দেখছে বিশ্ব। এই মুসলমানদের যে ব্যক্তিগতভাবে হয়রানি করা হত, তাই আজ ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হত্যাকাণ্ডের মাধ্যমে সীমান্ত ছাড়িয়ে গণহত্যায় রূপ নিয়েছে।-খবর এএফপির।

এরদোগান বলেন, আল্লাহ নিশ্চয়ই শহিদ ভাইদের ক্ষমা করে দেবেন। আহতদের দ্রুত সুস্থ হওয়ার জন্য সহায়তা প্রদানের উপর গুরুত্ব প্রদান করেন।

তিনি বলেন, এ হামলার ঘটনায় মুসলিম বিশ্বের পক্ষ থেকে নিউজিল্যান্ডের হতাহত নাগরিকদের প্রতি আমি শোক জানাচ্ছি।

তিনি এ ঘটনাকে ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ বৃদ্ধির সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...