পিবিএ স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে হামলার পর আগামীকাল শনিবার ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১৬ই মার্চ নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ১০ টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল।
এক ফ্লাইটেই সবাই ফিরছেন বলেও জানিয়েছেন ম্যানেজার খালেদ মাসুদ ।
শুক্রবার জুমার নামাজের আগে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় ৪৯ জন। দুই মসজিদের একটি, আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দল যেখানে অনুশীলন করছিল, সেই হ্যাগলি ওভালের কাছেই আল নূর মসজিদ। অল্পের জন্য দল রক্ষা পায় হামলার শিকার হওয়া থেকে।
ম্যানেজার খালেদ মাসুদ জানান, টিম বাসে করে মসজিদের ৫০ গজ কাছাকাছি চলে গিয়েছিলেন তারা। পরে মসজিদ থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে তারা থমকে যান। পরে বাস থেকে নেমে হ্যাগলি পার্কের মাঝ দিয়ে ফিরে আসেন মাঠে। পরে ফেরেন হোটেলে। আর ৩-৪ মিনিট আগে পৌঁছে গেলেও তারা মসজিদের ভেতরে থাকতেন, জানিয়েছেন ম্যানেজার।
এই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের তালিকা সামনে আসতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বাংলাদেশী কূটনীতিকরা বলছেন বাংলাদেশের ৩জন নিহত হয়েছেন, অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
ভারতীয় হাই কমিশন জানিয়েছে যে কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে তারা ধারণা করছেন, কিন্তু সেই সংখ্যাটি এখনো নিশ্চিত নয়। ইন্দোনেশিয়া বলছে, তাদের ছয়জন নাগরিক নিহত হয়েছেন এবং আরো অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।
পিবিএ/এএইচ