হত্যা করে আত্মগোপনে, গ্রেফতার ২

বরিশাল জেলার কাজিরহাট এলাকায় হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১০)। গতকাল রাজধানীর পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৪ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাকিব মৃধা (২৮) ও মো. রাজিব মৃধা (২২)।
এম. জে. সোহেল জানান, গতকাল ৩ মার্চ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকার হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...