ব্যাপক নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচীত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর বর্তমান প্রধান শাহবাজ শরিফ। দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট।
সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, শাহবাজ শরিফ পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান টেলিফোনে শাহবাজ শরিফকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আঙ্কারা ও ইসলামাবাদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ওই টেলিফোন যোগাযোগে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক তুলে ধরে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দুই ইসলামিক রাষ্ট্রের সম্পর্ককে আরো উন্নতির দিকে নিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (৩ মার্চ) সাধারণ অধিবেশনে ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ সাত দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করে। এই জোট সরকারের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ।
এদিকে, প্রধানমন্ত্রী পদে তার প্রতিদ্বন্দ্বিতা করেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দেয়া পিটিআইয়ের নেতা আইয়ুব খান। প্রধানমন্ত্রী পদে লড়াইয়ে তিনি পেয়েছিলেন ৯২ ভোট।