চট্টগ্রামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন...