বিশ্বে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি যুবকের মৃত্যু

পিবিএ, ডেস্ক– বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক যুবক মারা যায়। সম্প্রতি ‘গ্লোবাল স্টেটাস রিপোর্ট ২০১৮’ প্রকাশিত প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) বলছে, ক্যানসার, অপুষ্টি-অনাহারে মৃত্যুর চেয়েও সড়ক দুর্ঘটনা অনেক বেশি যুবক মারা যায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাফিক-বিষয়ক কারণে ২০১৬ সালে বিশ্বজুড়ে সাড়ে ১৩ লাখ তরুণ প্রাণ হারিয়েছেন। যাদের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে।

ডব্লিউএইচও’র এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, প্রতি লাখ মানুষে গড়ে ২৬.৬ জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। বিশ্বের নিরিখে দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষে রয়েছে আফ্রিকা। আফ্রিকার দেশগুলোর মতো অমন প্রাণঘাতী, ভয়ানক দুর্ঘটনার উদাহরণ কমই আছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...