শপথ নিলেন শাহবাজ শরিফ

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নওয়াজ শরিফ। সোমবার তিনি ইসলামাবাদে শপথ নিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি ড. আরিফ আলভি, সেনাপ্রধান (সিওএএস) অসীম মুনিরসহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। খবর জিও নিউজের

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ-এর (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

এছাড়াও পিএমএল-এন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুতাহিদ্দা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ও ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) মতো দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেতাদের মধ্যে ছিলেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি।

পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী যথাক্রমে মরিয়ম নওয়াজ, মুরাদ আলি শাহ ও সরফরাজ বুগতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর নতুন প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

দ্বিতীয়বারের মতো সংসদে ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ। বিপরীতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রতিপক্ষ ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

শহবাজের বিজয় প্রত্যাশিত ছিল। তিনি পিএমএল-এন ছাড়াও আরও সাতটি দলের সমর্থন পেয়েছিলেন। পিপিপি, এমকিউএম-পি, পিএমএল-কিউ, বিএপি, পিএমএল-জেড, আইপিপি ও এনপির মতো দল তার সঙ্গে জোট গঠন করেছে।

আরও পড়ুন...