মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুইন্টানা রু রাজ্যে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, নিহত ৯ জনের মধ্যে তিনজনই শিশু।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত ফেলিপ ক্যারিলো পুয়ের্তো পৌরসভায় ওই দুর্ঘনা ঘটেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

আরও পড়ুন...