বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের কোনো বাধা বা চাপ নেই: রাবি উপাচার্য

ফারজানা খান সারথি, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা বা চাপ নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বৃহস্পতিবার (৭ মার্চ) ভর্তি-পরীক্ষা বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে ব্যবসায়ী বা স্থানীয় প্রশাসনের কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাবি উপাচার্য জানান, “এখানে কারও কোনো চাপ নেই। আমরা তাদের সাথে সংশ্লিষ্ট নই—বরং তারাই আমাদের সাথে সংশ্লিষ্ট। অধ্যাদেশ অনুয়ায়ী ভর্তি পরীক্ষা কিভাবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। আগামীতে পরীক্ষা বিকেন্দ্রীকরণের বিষয়টি সেখানে উত্থাপন করা হবে।”

অধ্যাপক সাত্তার আরো বলেন, “ভর্তি পরীক্ষার কাঠামোগত যেকোনো পরিবর্তন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অনেকেরই ধারণা, ভিসি-প্রোভিসিরা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে।”

গত ৫ মার্চ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (৭মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ-এর সমন্বয়ে গঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হতে যাচ্ছে এ বছরের ভর্তি পরীক্ষা। এতে তিনটি ইউনিটে ৩৯০৪ টি আসনের জন্য লড়াই করছেন ১ লাখ ৮৫ হাজার ৬৮০ জন ভর্তিচ্ছু।

 

আরও পড়ুন...