পেশাগত কাজে অসামান্য অবদান রাখায় ১২০জনকে ডিজি পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের চার সদস্য এই পদক অজর্ন করেছেন।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক তুলে দেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র্যাবের মিডিয়া উইংয়ের ডিজি পদক (সেবা) প্রাপ্তরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ, সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল মামুন, কর্পোরাল (ক্লার্ক) মোহাম্মদ আরজান মোল্লা ও সৈনিক মো. আল আমিন মিয়া।
এরআগে একই অনুষ্ঠানে এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র্যাব মহাপরিচালক।