চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাতে ছিনতাই

পিবিএ, ঢাকা: রাজধানীর মহাখালী অামতলীতে চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাতে ছিনতাইয়ের পর এক ব্যাক্তিকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তার বয়স অানুমানিক ৩০ বছর। তাৎক্ষনিক ভাবে তার পরিচয় জানা যায়নি। গুরুতর অাহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মহাখালীর একটি কওমি মাদ্রাসার ছাত্র আইয়ুব অালী ও সাজ্জাদ হোসেন জানান, মহাখালী ও বনানী সৈনিক ক্লাব এর মাঝামাঝি আমতলী রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। এসময় দেখতে পায় কমলাপুর গামী একটি ট্রেনের ছাদে ৪/৫ জন মিলে এক ব্যাক্তিকে মারধর করছে এবং তার কাছ থেকে জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এর কিছুক্ষণ পর তারা ওই ব্যাক্তিকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।

তারা বলেন, পরে ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ওই ব্যাক্তিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ওই ব্যাক্তির সঙ্গে কিছুই পাওয়া যায়নি।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) একেএম নুরুল হক জানান, খবর পেয়ে রেললাইনের পাশ থেকে অাহত অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করা হয়। তার বুকে ছুরিকাঘাত রয়েছে। এছাড়া মাথা সহ শরীরে আরো অাঘাত রয়েছে।

তিনি বলেন, ট্রেনের ছাদে ছিনতাইকারিরা তার ছুরিকাঘাত করে ছাদ থেকে ফেলে দিয়েছে। তার নাম পরিচয় এখনও জানাযায়নি। বিষয়টা রেলওয়ে থানায় জানানো হয়েছে। তারাই পরবর্তি ব্যাবস্থা নিবেন।

পিবিএ/এইচএ/এইচএইচ

আরও পড়ুন...