ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: শেতাঙ্গ জঙ্গী ব্রেন্টনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় অন্তত ৪৯ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন হিসেবে ব্রেন্টন টারান্টকে শনিবার স্থানীয় একটি আদালতে হাজির করা হয়েছে । তার বিরুদ্ধে একটি হত্যাকান্ডের অভিযোগ আনা হয়েছে।তবে, পুলিশ বলেছে, তার বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করা হবে।

মসজিদে হামলার ঘটনার উদ্বিগ্ন স্বজনরা

দেশটির স্থানীয় একটি সংবাদ মাধ্যম দি ডিফেন্স পোস্ট জানায়, ২৮ বছর বয়সী অস্ট্রেলিযার নাগরিক প্রধান অভিযুক্ত আসামী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ১৫ মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে গুলিবর্ষণ করে ৪৯ জনকে হত্যা এবং আরো অনেককে আহত করার অভিযোগ দায়ের করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শ্বেতাঙ্গ এই জঙ্গিকে সাদা রংএর কয়েদীদের শার্ট পরা এবং হ্যান্ডকাফ পড়া অবস্থায় হাজির করা হয়।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বলেন, এই হামলা ছিল একটি উগ্র-সন্ত্রাসবাদী হামলা এবং প্রধান সন্দেহভাজন হামলাকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল।

মিজ আরডান আরও জানান, ওই ব্যক্তি ছাড়া আরও দুজন পুলিশের হেফাজতে আটক আছে । কিন্তু প্রধানমন্ত্রী আরডান জানিয়েছেন যে, আটকদের কারো বিরুদ্ধে কোন অপরাধের রেকর্ড নেই।

আদালতের বাইরে ওমর নবী মোবাইলে তার বাবার ছবি দেখাচ্ছেন

শুক্রবারের হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রথম দাউদ নবী নামে একজনের নাম প্রকাশ করেছে তার পরিবার। ৭১ বছর বয়সী মিস্টার নবী ১৯৮০ সালে আফগানিস্তান থেকে নিউজিল্যান্ডে চলে আসেন।হতাহত অন্যান্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে জুম্মার নামাজরত শতশত মুসুল্লির ওপর ওই হামলা চালায় সশস্ত্র বন্দুকধারী।ওই হামলায় আহত হয়েছেন ৪৯ জন। তাদের মধ্যে দুই বছর বয়সী এবং ১৩ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া এরিমধ্যে জানিয়েছে যে হতাহতদের মধ্যে তাদের নাগরিকরা রয়েছেন।

ক্রাইস্টচার্চে ব্যাপক নিরাপত্তা বিরাজ করছে এবং পুরো দেশজুড়ে সকল মসজিদ বন্ধ রয়েছে।

উজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বলেছেন মসজিদের হামলার এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তির পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং একটি লাইসেন্স ছিল।
হামলার ঘটনার একদিন পর তিনি আরও জানিয়েছেন, দেশটির অস্ত্র আইন বদলানো হবে।

পুলিশ জানিয়েছে তারা হামলার শিকার দুটো মসজিদ থেকেই গোলাবারুদ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন একজনের গাড়ির ভেতর বিধ্বংসী ডিভাইস পাওয়া গেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান বলেছেন মসজিদে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তির পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং একটি লাইসেন্স ছিল।
প্রধানমন্ত্রী আরডান সাংবাদিকদের বলেছেন, হামলাকারীর বন্দুক লাইসেন্সে ছিল এবং সেটি ২০১৭ সালের নভেম্বর মাসে নেয়া হয়েছে।
ওই ব্যক্তি বলেছে সে ২০১৭ সালে ইউরোপ ভ্রমণের পর থেকে এই হামলার পরিকল্পনা করছিল ।

আহত একজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে

শনিবার ক্রাইস্টচার্চ শহরের মেয়র লিয়ানে ডালযেইল এই সন্ত্রাসবাদী কাজের প্রতি নিন্দা জানিয়েছেন এবং আক্রান্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।তিনি বলেন, “আমরা আমাদের শহরে নতুন মানুষদের স্বাগত জানাই। তারা আমাদের বন্ধ, আমাদের প্রতিবেশী”।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজিল্যান্ডের প্রতি আন্তরিক সমবেদনা এবং শুভ কামনা প্রকাশ করেছেন। “নিউজল্যিান্ডের জন্য যেকোনো কিছু করতে আমেরিকা পাশে আছে, ঈশ্বর সবার মঙ্গল করুন” লিখেছেন মিস্টার ট্রাম্প।।

রানী এলিজাবেথ বলেছেন তিনি ক্রাইস্টচার্চের ঘটনায় আজ গভীরভাবে দু:খিত । “আমি এবং প্রিন্স ফিলিপ এজন্য সমব্যথী”।

পোপ ফ্রান্সিস “আন্তরিক সংহতি প্রকাশ করেছেন এবং সহিংসতার উন্মত্ততায় হতাহতের ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন ।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেছেন, শান্তিপূর্ণভাবে মসজিদে প্রার্থনারত অবস্থায় বর্ণবাদী ঘৃণার বশবর্তী ব্যক্তির হামলার শিকার হওয়া এবং প্রাণ হারানো নিউজিল্যান্ডবাসীর জন্য তিনি শোকাহত ।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো একে “অযৌক্তিক আক্রমণ” উল্লেখ করে জানিয়ে দিয়েছেন ফ্রান্সের অবস্থান “যেকোনো ধরনের চরমপন্থার বিরুদ্ধে”।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...