লামায় জীপগাড়ি চাপায় শ্রমিক নিহত : ঘাতক গাড়ি ও চালক আটক

accident-500 PBAপিবিএ,লামা: বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহি একটি জীপগাড়ি চাপায় মো. জোবায়ের (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার ক্যয়াজুপাড়া-লামা সড়কের মজিবুরের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। জোবায়ের কক্সবাজার জেলার উখিয়া কুতুপালংয়ের বাসিন্দা বশির আলমের ছেলে। ঘাতক জীপ গাড়ি ও গাড়ির চালক আবুল হোসেনকে আটক করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়া বাজার থেকে যাত্রী বোঝাই করে শনিবার সকাল ৮টার দিকে একটি জীপগাড়ি (নং-ঢাকা ল-৩৪০) লামা উপজেলা সদরে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের মুজিবুরের দোকানের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক জোবায়েরকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শ্রমিক জোবায়েরকে মৃত ঘোষনা করেন।

জীপগাড়ি চাপায় শ্রমিক জোবায়ের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, ঘাতক জীপগাড়ি ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এনকেএ/এইচএইচ

আরও পড়ুন...