মোঃ সোহেল রানা,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে হতদরিদ্রদের মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ইমিগ্রেশন) মোঃ শহীদুল ইসলামের সহায়তায় ‘আলোকিত যাদবপুর’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেনের বাড়িতে ও যাদবপুর বি এম স্কুল এন্ড কলেজের মাঠে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ইমিগ্রেশন) মোঃ শহীদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম ও আলোকিত যাদবপুর সংগঠনের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।