পদবী ও বেতন কাঠামো পরিবর্তনে মানববন্ধন

Human Chain_Press Club Front_PBA-4

পিবিএ,ঢাকা: বাংলাদেশ সচিবালয়ের মতো অন্যান্য দফতরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী সমপদগুলোর পদবী ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বয়স ৪৯ বছর অতিক্রম করলেও আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা পদবী-বেতন-গ্রেডের বৈষম্যের শিকার। একই যোগ্যতা, বেতন স্কেল, পদবী ও কর্মপরিধি নিয়ে প্রজাতন্ত্রের সব দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমপদ সৃষ্টি হলেও ১৯৮৪ সালে শুধু বাংলাদেশ সচিবালয়ের বর্ণিত পদগুলোর মধ্যে উচ্চমান সহকারীদের বেতন স্কেল বাড়িয়ে দেয়। পরবর্তীতে ১৯৯৫, ৯৭ ও ৯৯ সালে তৎকালীন সরকার প্রজ্ঞাপন দ্বারা শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা নামে পরিবর্তনসহ ১০ম গ্রেডে পুনঃনির্ধারণ করে। এতে সচিবালয়ের ভেতরের সঙ্গে বাইরের বর্ণিত পদগুলোর বৈষম্য আরও বাড়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামান, মহাসচিব আবু নাসির খান, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম প্রমুখ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...