বাঁচাতে চায় কুবির মেধাবী শিক্ষার্থী সজীব

পিবিএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের নবম ব্যাচের মেধাবী ছাত্র সজীব দেবনাথ মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। সদা হাস্যোজ্জ্বল এ শিক্ষার্থী বেশ অনেকদিন ধরে হাড় জনিত ক্যান্সারে ভুগছে। সে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সজীবের দেহের হাড়ের অনেকাংশই ক্ষয় হয়ে গেছে। বর্তমানে ডায়ালাইসিসের মাধ্যমে তার কিছুটা সুস্থ থাকার চেষ্টা চলছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে অপারেশনের মাধ্যমে হাড় পরিবর্তন করা না গেলে হয়তো বাঁচানো যাবে না সজীবকে।
তারা আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সজীবের অস্ত্রোপচার করতে হবে। শুধু তার হাড় প্রতিস্থাপনের জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। সঙ্গে ওষুধ ও আনুষঙ্গিক খরচ তো আছেই। এ বিপুল পরিমাণ টাকার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে নিতান্তই অসম্ভব।
তাই সজীবকে বাঁচানোর জন্য সমাজের সবার কাছে সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। তার পরিবার জানিয়েছেন, এই চিকিৎসার জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব হচ্ছে না। তাই সজীবের শুভাকাঙ্ক্ষীরা সমাজের সবার সহায়তা প্রত্যাশা করছে।
সজীবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তারা এক ভাই এক বোন। তিনি পরিবারের ছোট সন্তান। বাবা বিনোদ দেবনাথ পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার আয় দিয়েই চলে পরিবারের সব খরচ। এমতাবস্থায় তার অসহায় ও নিরুপায় পরিবার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
সজীব দেবনাথের চিকিৎসার আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ০১৫৩৩৫৮৪৮৯৪ নম্বরে (পারসোনাল অ্যাকাউন্ট)।
পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...