ওয়াটসনকে রেকর্ড বেতনে প্রধান কোচ করতে চায় পাকিস্তান

পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নিতে শেন ওয়াটসনের প্রতি আহবান জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা যায়, ওয়াটসনের ব্যাপারে পাকিস্তান বোর্ড বেশ ইতিবাচক। তবে এই সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার দায়িত্ব গ্রহণ করবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো।

জিও নিউজের প্রতিবেদন বলছে, বছরে দুই মিলিয়ন মার্কিন ডলার বেতনে সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে প্রস্তাব দিয়েছে পিসিবি। মাসের হিসেবে তার বেতন হবে ৪.৬ কোটি পাকিস্তানি রুপি।

ওই প্রস্তাবে যদি ওয়াটসন রাজি হন, তিনি হবেন পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী কোচ। এমনকি তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত কোচও হতে পারেন!

জিও নিউজ বলছে, ওয়াটসন সম্ভবত পিসিবির প্রস্তাবে রাজি হবেন না, কারণ তিনি দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ায় পরিবার থেকে দূরে থাকতে চান না। সেক্ষেত্রে পিসিবি মাইক হেসন কিংবা ড্যারেন স্যামির মতো কোচদের প্রতিও ঝুঁকতে পারে। বর্তমানে দুজনই পিএসএলে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আছেন।

ইসলামাবাদ ইউনাইটেডে শাদাব খানদের প্রধান কোচ হেসন এবং পেশোয়ার জালমিতে বাবর আজমদের সঙ্গে কাজ করছেন সাবেক উইন্ডিজ তারকা অলরাউন্ডার।

ওয়াটসন দায়িত্ব গ্রহণ করবেন কি না, এ ব্যাপারে এখনো জানা যায়নি। তবে পিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সাবেক ক্রিকেটার বর্তমানে সিডনিতে পরিবার নিয়ে বসবাস করেন।

এপ্রিলে হতে যাওয়া নিউজিল্যান্ডের সিরিজের আগেই কোচ নিয়োগ দিতে মরিয়া পিসিবি। যেখানে ভাবনায় আনা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। কারণ চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে দল হিসেবে ভালো করানোর বড় চ্যালেঞ্জ থাকবে নতুন কোচিং স্টাফের।

আরও পড়ুন...