অসহায় মানুষের বাড়িতে পৌঁছল প্রবাসীদের উপহার সামগ্রী

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের সদস্যরা ৪৩তম অনুদান হিসেবে গাড়ি ভর্তি ইফতার সামগ্রী নিয়ে চিওড়া ইউনিয়নের প্রায় ২০ গ্রামের অসহায় মানুষের বাড়িতে ‘উপহার’ হিসেবে পৌঁছে দেন। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা ভুঁইয়া রানা, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ নিষাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইফতেখার আলম রিফাত, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সফিউল ইসলাম বিপু, সদস্য মামুন, রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ সফল হয়েছে, তারা হলেন; চিওড়া ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা রেমিটেন্সযোদ্ধা পেয়ার আহমেদ ভুঁইয়া লিটন, সাধারণ সম্পাদক মামুন দৌলত কাজী, সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তফা ভুঁইয়া রানা, অর্থ বিষয়ক উপদেষ্টা এস এম জাকির হোসাইন আরাফ, কাজী শাহীন ভাই, কাজী মোর্শেদ।

সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ নিষাদ বলেন, আল্লাহর রহমতে আমরা চিওড়ার সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ও কর্মসূচি’র সাথে যারা জড়িত ছিলেন সকলের জন্য দোয়া চাই’।

উল্লেখ্য, ২০২০ সালের পহেলা জানুয়ারি অনেকগুলো স্বপ্ন নিয়ে ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ পরিষদ’ সংগঠনের প্রতিষ্ঠা করেন ইউনিয়নের প্রবাসীবৃন্দ। সংগঠনের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে; চিওড়া ইউনিয়নের ৩৯ গ্রামের অসহায়দের সহযোগিতা, বিভিন্ন দূর্যোগে বঞ্চিত মানুষের সহযোগিতা, সমাজের অবহেলিত মানুষের আর্থিক সহযোগিতা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা, মসজিদ-মাদরাসার উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করা, অসুস্থ্য মানুষের চিকিৎসাসেবা, টাকার অভাবে ঘর বাড়ি নির্মাণে সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিবাহ দিতে আর্থিক সহযোগিতা। দীর্ঘ ৪ বছরে অনেক সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ পরিষদ’।

আরও পড়ুন...