সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। যেখানে তিন উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ করেছে লঙ্কানরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৩ ওভারে তিন উইকেটে ৫১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।
ম্যাচের দ্বিতীয় ওভারে নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। পরে জোরালো আবেদনে বাংলাদেশের আবেদনে সাড়া দেন ফিল্ড আম্পায়ার কোটেলব্রো। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে।
পরে ক্রিজে আসেন শ্রীলংকান দলপতি কুশল মেন্ডিস। তাকে সঙ্গ দেওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন ফার্নান্দো। তাসকিনের পেসে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন লঙ্কান এ ওপেনার।
এরপর বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। ব্যাট হাতে ভালো শুরু করেও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। মুস্তাফিজের ইনসুইয়ে মুশফিকের তালুবন্দী হন সাদিরা (১৪)।
এখন চারিথ আসালঙ্কাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মেন্ডিস।