“ফসলি জমি রক্ষায় ইউএনও কাছে অভিযোগ”

মোঃ সোহেল রানা,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে তিন ফসলী জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রাম বাসী।

সোমবার (১৮ মার্চ) উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের পাড়াগ্রাম এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাটি ব্যবসায়ী ভূমি দর্স্যু লাবু,ফজল ও আলীমের শাস্তি এবং বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।

মানববন্ধনে গ্রাম বাসী বলেন,আমাদের একমাত্র পেশা কৃষি কাজ। তিন ফসলি জমির খননযন্ত্র দিয়ে কাটছেন। এতে পাশের ফসলি জমির মাটি ভেঙে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জমির মালিকেরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।

মাটিকাটা বন্ধে প্রতিকার চেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী। অভিযোগের বিষয়ে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন,অভিযোগ পেয়েছি,অতিদ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহাট ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খান,রিপন,মোঃ রনি,মোসলেম মেম্বার,সোহরাব হোসেন,আলী হোসেন প্রমুখ।

আরও পড়ুন...