আর ঘামে নষ্ট হবে না মেকআপ !

পিবিএ ডেস্ক: গরম শুরু হয়েছে। গরম মানেই সাজগোজ করার পর রোদে গেলেই ঘামে সব নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়া মানে! চোখের কাজল লেগে যায় মুখে আর ঠোটের লিপস্টিক লেগে যায় কপালে। বিশেষ কিছু উপায়ে গরমের সময়েও মেকআপ রাখতে পারবেন একদম ফ্রেশ। তাও আবার সকালের তাড়াহুড়ায় মাত্র ৫ মিনিটেই করতে পারবেন মেকআপ। আসুন জেনে নেয়া যাক সকালে মাত্র ৫ মিনিটেই গরমের হালকা মেকআপ করার উপায়।

এই গরমে সানস্ক্রিন ব্যবহার করতে একেবারেই ভুলে যাবেন না। কমপক্ষে এসপিএফ ৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। মুখে বরফ ঘষে নেয়ার পরে মুখটাকে মুখে বা শুকিয়ে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিন মুখে, হাতে ও পায়ের খোলা অংশে। আর হ্যাঁ, গরমে বাইরে বের হলেই মুখ ঘামিয়ে তেলতেলে হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেকআপের আগেই মুখে বরফ ঘষে নিতে হবে। পানির সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নিন। এরপর সেটা ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন। প্রতিদিন মেকআপ শুরু করার আগে পুরো মুখে বরফটা ঘষে নিন। তাহলে ত্বক তেলতেলে হবে না এবং ঘামে মেকআপ নষ্ট হবে না।

গরমে কাজল ব্যবহার করা ঠিক না। কারণ কাজল গলে চোখের নিচে ছড়িয়ে যায়। ফলে দেখতে ক্লান্ত দেখায়। তাই এই গরমে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করুন। সেই সঙ্গে চোখের পাপড়িকে আরো ঘন দেখানোর জন্য ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করুন। এতে গরমে অতিষ্ট হয়ে মুখ ধুলেও মেকআপ নষ্ট হবে না। সানস্ক্রিন লাগিয়ে নেয়ার পর মুখে পাউডার লাগিয়ে নিন। গরমে ফাউন্ডেশন ব্যবহার না করাই ত্বকের জন্য ভালো। তাই মুখে দাগ থাকলে সেটা কনসিলার দিয়ে ঢেকে উপরে ফেসপাউডার লাগিয়ে নিন। সবচাইতে ভালো হয়ে যদি সানস্ক্রিন সমৃদ্ধ ফেসপাউডার ব্যবহার করতে পারেন।
পিবিএ/এএম

আরও পড়ুন...