বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সবখানেই বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশে বাংলাদেশের চেয়েও বেশি বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেও বিশ্বের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান স্বীকার করেছে যে বৈশ্বিক অর্থনীতির কঠিন অবস্থার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দল ও দেশের প্রতি আনুগত্য ছিল অপরিসীম। ১/১১-এর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে যখন কোর্টে নেয়া হয় তখন আমিও সেখানে ছিলাম। তখন তিনি আমাকে ডেকে বললেন, ‘জিল্লুর রহমান সাহেবকে সভাপতি বানিয়েছি, তাকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে. আপনি তার সঙ্গে থাকবেন, আর দল যেন কোনোভাবেই না ভাঙে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিম, সাধারণ সম্পাদক মশিউর আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ুন কবির মিজি প্রমুখ।