অগ্রণী ব‌্যাংক ৯’শ ৭৭তম পীরগঞ্জ শাখার উদ্বোধন

শাহ্ মো: রেজাউল ক‌রিম পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে অগ্রণী ব‌্যাংক পিএল‌সি’র ৯’শ ৭৭ তম পীরগঞ্জ, রংপুর শাখার উদ্বোধন করা হয়েছে। শ‌নিবার সকালে উপজেলা সদরে এই শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অ‌তি‌থি হিসেবে শাখা‌টির উদ্বোধন করেন অগ্রণী ব‌্যাংক পিএল‌সি’র ব‌্যবস্থাপনা প‌রিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুরশেদুল কবীর। বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন অগ্রণী ব‌্যাংক পিএল‌সি’র উপ-ব‌্যবস্থাপনা প‌রিচালক ওয়া‌হিদা বেগম, মহাব‌্যস্থাপক (‌ক্রেডিট) শামছুল আলম, উপজেলা প‌রিষদের চেয়ারম‌্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন রংপুর সার্কেল এর মহাব‌্যবস্থাপক স্বপন কুমার ধর ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রাখেন পীরগঞ্জ শাখার ব‌্যবস্থাপক হা‌ফিজুর রহমান পিরু, উপ‌জেলা প‌রিষদের ভাইস-‌চেয়ারম‌্যান শ‌ফিউর রহমান মন্ডল মিলন। বক্তরা পীরগঞ্জের ব‌্যবসা-বা‌নিজ‌্য ও অর্থনৈ‌তিক উন্নয়নে অগ্রণী ব‌্যাংক পীরগঞ্জ শাখা গুরত্ব রাখবে বলে আশা করনে। এ সময় পীরগঞ্জ উপজেলার বি‌ভিন্ন ব‌্যবসায়ী সংগঠনের নের্তৃবৃন্দ, ব‌্যবসায়ী, রাজনৈ‌তিকবৃন্দ, সাংবা‌দিক ও সুধীজন উপ‌স্থিত ছিলেন।

আরও পড়ুন...