গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

রাজধানীর গুলশান ১ নম্বরে বহুতল ভবন এ ডব্লিউ আর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

রাফি আল ফারুক বলেন, গুলশান ১ নম্বরে ডব্লিউ আর টাওয়ারের ১৭তলা ভবনের ১০তলায় আগুন লেগেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। যানজটের কারণে দেরি হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ভবন থেকে অনেকেই নেমে এসেছেন। বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে প্রত্যক্ষদর্শীরাও সহায়তা করছেন।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

আরও পড়ুন...