গাজায় নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী জর্ডানের আম্মানে ইসরায়েলি দূতাবাসে জড়ো হয়েছিল। পরে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
জানা গেছে, রাজধানীর আম্মানে কালোতি মসজিদে বিক্ষোভকারীরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করে কর্তৃপক্ষ। এখান থেকেই ইসরায়েলি দূতাবাস ঘেরাওয়ের প্রস্তুতি নিয়েছিল তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দূতাবাস ঘেরাওয়ের জন্য বিক্ষোভকারীরা সামনের দিকে এগোতে থাকলে তাদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় অনেককে গ্রেফতার করা হয়। ওই সময় বিক্ষোভকারীরা ‘আমরা সীমান্তে গিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা এবং তাদের জিম্মি করতে চাই; আমরা পাল্টা প্রতিশোধ নিতে চাই; হামাসের সদস্যরা তোমরা তেল আবিবে বোমা হামলা চালাও’ এমন নানা স্লোগান দেন।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও জর্ডানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে প্রায়ই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে থাকে। কারণ, গাজা এবং অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রমকে কেন্দ্র করে ইসরায়েলি দূতাবাসের স্থানটি বিক্ষোভের জন্য একটি ফ্লাশপয়েন্ট হয়ে উঠেছে।
জর্ডানের নাগরিকদের প্রায় ১ কোটি ২ লাখ ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অনেকে পালিয়ে জর্ডানে আশ্রয় নেন। পরবর্তীতে তারা এখানেই আবাস গড়ে তোলেন।