উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীদের পাড়াগুলোতে উদযাপিত হয়েছে হলি উৎসব। সোমবার সকাল থেকে শুরু হয় এ উৎসব। চলে দুপুর পর্যন্ত। এসময় উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে। পরে রঙ ও আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। রঙ খেলায় মেতে ওঠে শিশু সহ উঠতী বয়সী কিশোর কিশোরীরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস জানান, প্রতি বছরই আমরা এই মন্দিরে হোলি উৎসব পালন করি। তবে এবছর বড় কোন আয়োজন না থাকলেও স্বল্প পরিসরে সুন্দরভাবে আমরা হোলি উৎসব হয়েছে।