বিনিয়োগ বোর্ড দেশের ব্যবসায়-বাণিজ্য তথা বিনিয়োগ উন্নয়নকে নিয়ন্ত্রণ করে কিন্তু প্রতিষ্ঠানটির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ের সাইনবোর্ডেটির দুরাবস্থা দেখে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে কী বার্তা দিবে সেটা সচেতন মহল বুঝলেও প্রতিষ্ঠানটির কর্তা ব্যাক্তিরা বুঝেন না। তার প্রমান সাইনবোর্ডে ‘বোর্ড’ লেখাটি দীর্ঘদিন ধরে উল্টে থাকার পরও রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। আবার ভবনটির প্রবেশ পথে দোকান মেলে বসেছে হকাররা, এতে ভবনের সৌন্দর্য ও নিরাপত্তা আরো হুমকির মুখে রয়েছে। রবিবার ১৭ মার্চ। ছবি: পিবিএ / এম ইব্রাহীম সরকার