শেষ মুহুর্তে আকতারের শোডাইনে নবীন-প্রবীণের ঢল


পিবিএ,খাগড়াছড়ি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ১৮ই মার্চ ২০১৯। প্রচার-প্রচারণায় শেষ দিনে আকতার হোসেন’র চশমা প্রতিকের পক্ষে শোডাইনে ঢল নেমেছে নবীন-প্রবীণের। উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় এগিয়ে থাকা আকতার হোসেন (চশমা প্রতীক)’র ব্যাপক প্রচারণা যেন প্রাণের ছোয়া লেগেছে জেলা শহর খাগড়াছড়িতে।

খাগড়াছড়িতে প্রথম দিকে উৎসব বিমূখ দেখা গেলেও শেষ মুহুতের প্রচার-প্রচারণা সাড়া ফেলেছে সাধারণ ভোটরদের মাঝেও। ভোটারদের কাছে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে প্রার্থী ও সমর্থকরা ভোট প্রার্থনায় শেষ দিনে উৎস মূখোর হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা শহর।

শনিবার বিকেলে শহরের চশমার পক্ষে হঠাৎ ঢল নামে ব্যবসায়ী,যুব সমাজ,সাধারণ মানুষ প্রার্থীর সমর্থকদের শোডাইনে। প্রতিদ্বন্দ্বীতাকারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনকে জয়যুক্ত করতে ভোট চেয়ে মাঠে ছিল খাগড়াছড়ির রাজনৈতিক অধিকাংশ নেতারাও। জেলা শহরের আনাচে-কানাচে ভোটারদের মন জয়ে পাড়া-মহল্লাসহ প্রত্যন্ত জনপদেও।

এ সময় নবীন-প্রবীনের মধ্যে আকতারের পক্ষে ব্যাপক উৎসাহের পাশাপাশি জয়ের ব্যাপারেও আশাবাদী বলে মনে করেন নবীন-প্রবীনসহ আকতারকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করার বিষয়ে শতভাগ আশাবাদী বলেও মত প্রকাশ করে। প্রচারকালে চশমা প্রতিকে ভোটারদের মূল্যবান ভোট দিয়ে আকতার হোসেনকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে উন্নয়নের প্রতিশ্রুতি দেয় কর্মী-সমর্থকরা।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী শানে আলম নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। খাগড়াছড়িতে এবার ভোটার সংখ্যা ৮১,১৪৫ জন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে-জয় কুমার চাকমা (বই), আবু হানিফ (টিয়া পাখি), রণিক ত্রিপুরা (টিউবওয়েল), রুতান চৌধুরী (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে-নিউসা মগ (প্রজাপতি), বিউটি রানী ত্রিপুরা (পদ্ম ফুল) ও সালমা আহাম্মেদ মৌ (কলস) ভোট যুদ্ধে লড়াই করবেন।

পিবিএ/এএম/এমএসএম

আরও পড়ুন...