পিবিএ,গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে টুঙ্গীপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০টার পর ফুলেল এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী। পরে সমাধি কমপ্লেক্সে সুরা ফাতেহা ও মোনাজাত করা হয়।
এর আগে সকাল ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের হেলিপ্যাডে পৌঁছান। আর সোয়া ১০টার পর সেখানে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।
হেলিপ্যাড থেকে নেমে সমাধি কমপ্লেক্সে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আর শ্রদ্ধা জানানো শেষে ঢাকায় ফেরার কথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।
পিবিএ/এফএস