পিবিএ ডেস্ক: ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় এখনো ৯ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা দাবি করছে নিখোঁজ হওয়া ব্যক্তিরা ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিকও হতে পারে। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার নিউজিল্যান্ডে দায়িত্বরত ভারতীয় রাষ্ট্রদূত সাঞ্জিব কোহলি একটি টুইট বার্তায় বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া পাওয়া শেষ খবর অনুযায়ী ৯ ভারতীয় নাগরিক অথবা বংশোদ্ভুত ব্যক্তি নিখোঁজ রয়েছে। মানবিকতার বিরুদ্ধে করা বড় অপরাধ এটি। তাদের পরিবারের প্রতি আমাদের দোয়া রইল।
এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ১ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিহত ভারতীয়র নাম মোহাম্মেদ জুনায়েদ কারা। তিনি গুজরাটের অধিবাসী।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় ৪৯জন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
পিবিএ/এএম