পিবিএ,কুড়িগ্রাম: নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিক ড.মো.আবদুস সামাদকে নিউ জিল্যান্ডে সমাহিত করা হবে। রবিবার (১৭ মার্চ) নিউ জিল্যান্ডের মুসলিম কমিউনিটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন ড. সামাদের বড় ছেলে তোহা মোহাম্মদ।
তিনি বলেন শনিবার (১৬ মার্চ) বিকালে আমার মা ও ছোট ভাই নিউ জিল্যান্ড কর্তৃপক্ষের কাছ থেকে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। বাবার লাশ শানাক্ত করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে তারা লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। লাশ পাওয়ার পর নিউ জিল্যান্ডের স্থানীয় মুসলিম কমিউনিটির কবরস্থানে বাবাকে দাফন করা হবে। আমার মা ও ভাইয়েরা সেখানকার ফরমালিটিগুলো সম্পন্ন করবেন।
খুব শিগগিরি তিনি নিউ জিল্যান্ডে মা ও ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান।
ড. সামাদের পৈত্রিক নিবাস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুরহাইল্ল্যা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে। ১০ ভাই-বোনের মধ্যে ড. সামাদ সবার বড়। গত কয়েক বছর ধরে দুই ছেলে তারেক মোহাম্মদ ও তানভির মোহাম্মদ এবং স্ত্রী কিশোয়ারা সুলতানাকে নিয়ে নিউ জিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তার তিন ছেলের মধ্যে বড় ছেলে তোহা মোহাম্মদ বাংলাদেশে চাকরি করেন।
ড. আবদুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ছিলেন।
পিবিএ/এমআই/হক