যে কারনে মৃত্যুদন্ড হচ্ছে না ট্যারেন্টের

newziland-tiger-attack-PBA

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন বন্দুকধারী ট্যারেন্ট। এরপরেই গ্রেপ্তার করা হয় তাকে। সমগ্র দুনিয়ার একটিই দাবী। আর সেটি হচ্ছে তাকে ফাসী দেওয়া। তবে একটি কারণেই ফাঁসি হচ্ছে না তার।

রীতিমত ট্যারেন্টের শাস্তি নিয়ে চারিদিকে বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের কোন বিধান নেই। তাদের বিধানে একজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

১৯৮৯ সালে নিউজিল্যান্ড থেক মৃত্যুদণ্ডের বিধান তুলে নেওয়া হয়। এযাবৎ পর্যন্ত নিউজিল্যান্ডে ৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাকে তার নাম ওয়াল্টার বোল্টন। স্ত্রীকে বিষপানে হত্যার দায়ে ১৯৫৭ সালে তাকে এই দণ্ড দেয়া হয়। এরপর অপরাধী যত বড় হত্যাকাণ্ড করুক না কেন তার শাস্তি সাধারণত যাবজ্জীবন কারাদণ্ড। তাই ট্যারেন্টের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে মনে করা হচ্ছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...