পিবিএ ডেস্ক: শোকে কাতর মুসলিম সমাজ। ভয়াবহ সময় পার করছে নিউজিল্যান্ড সরকার। শুক্রবারের নারকীয় হত্যাকান্ডে লাশ হয়ে গেছে ৪৯ তাজা প্রাণ।
নিউজিল্যান্ড সরকার পাশে দাঁড়িয়েছে হতাহতদের পাশে। বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। মসজিদের মেঝেতে রক্তের দাগ। কোরআনের পাতাতেও রক্ত লেগে আছে। শোক কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে সবাই।
আবারও মুছল্লিদের পদচারণায় মুখর হচ্ছে নিউজিল্যান্ডের সব গুলো মসজিদ। রক্তের দাগ মুছে আবারও খুলে দেওয়া হয়েছে ক্রাইস্টচার্চ মসজিদ।
নিউজিল্যান্ড সরকার বেশ কড়া নড়রদারিতে রেখেছে মসজিদটি। এখনো নিরাপত্তার চাঁদরে ঢাকা আছে।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, প্রার্থনাকারীরা নির্ভয়ে তাদের নামাজ পড়তে পারবে। ক্রাইস্টচার্চ মসজিদ জনসাধারনের জন্য খুলে দেওয়া হলেও বাইতুল মুকিত এখনো খুলে দেওয়া হয়নি।
বাইতুল মুকিতের তত্তবধায়নকারী সফিক রহমান জানান, এই মসজিদটি জনসাধারণের জন্য খুলে দিতে সময় লাগবে। তবে মসজিদের বাইরে বহু মুসলমান তাদের সালাত আদায় করছে।
মুসলমানদের পক্ষ থেকে হামলায় নিহত সবাইকে যত দ্রুত সম্ভব দাফন দেওয়ার ব্যবস্থা করার জন্য। পুলিশের জানিয়েছে, আমরা মুসলিম রীতিনীতি সম্পর্কে অবগত আছি। আইনি পক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
সূত্র: স্টাফ ডট এনজে
পিবিএ/ আইএইচ