পিবিএ ডেস্ক: মার্কিন নারী থেলমা চিয়াকা মাত্র ৯ মিনিটে ৬টি বাচ্চার জন্ম দিয়ে সাড়ে ৪শ কোটি ডলারের বাজি জিতেছেন। ছয় বাচ্চা নিয়ে মা সুস্থ্য আছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের উইমেন্স হসপিটাল অব টেক্সাস।
হিন্দুস্তান টাইমস ও জি নিউজে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৪:৫০ থেকে ৪:৫৯টার মধ্যে চিয়াকার গর্ভে যথাক্রমে ২ জোড়া ছেলে সন্তান ও এক জোরা কন্যা সন্তান জন্ম নেয়। তাদের ওজন যথাক্রমে ১ পাউন্ড, ১২ আউন্স থেকে ২ পাউন্ড ও ১৪ আউন্স। মা ও শিশুদের চিকিৎসা অব্যাহত আছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে।
চিয়াকা তার দুই কন্যার নাম রেখেছেন জিনা ও জুরিয়েল। তবে ছেলে সন্তানদের নাম এখনো তিনি অনুসন্ধান করছেন।
পিবিএ/এফএস