রায়েরবাগে বৈদ্যুতিক খেলনায় উঠে স্কুলছাত্রীর মৃত্যু

dead-body

পিবিএ,ঢাকা: রাজধানীর রায়েরবাগে রশিদবাগে মেলায় বৈদ্যুতিক খেলনা নৌকায় উঠে বিদ্যুৎস্পৃষ্টে বিথী আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে রায়েরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

রবিবার (১৭মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১২ টায় তাকে মৃত ঘোষণা করেন।

সৌদিআরব প্রবাসি আবু সাইদ মিয়া ও লিপী আক্তারের মেয়ে বিথী। মায়ের সাথে থাকতো রায়েরবাগ পুনম সিনেমা হলের পশ্চিম পাশের একটি বাসায়।

বিথীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই সুমন জানান, বিথীর মা নানি বাড়িতে বেড়াতে গেছেন। সকাল সাড়ে ১০ টার দিকে বিথী একাই বাসার পাশে একটি মেলায় যায় ঘুরতে যায়। সেখানে বৈদ্যুতিক খেলনা নৌকায় উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানতে পেরেছি।

তিনি বলেন, পরে মেলার লোকজনই তাকে অর্ধমৃত অবস্থায় বাসায় নিয়ে আসে। বাসা থেকে পরে তাকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...