গ্রন্থালোচনা: ছাত্রজীবন: সাফল্যের শর্তাবলী

 

পিবিএ ডেস্ক: মানুষের জীবন গঠনের পক্ষে সবচেয়ে উপযুক্ত ও গুরুত্বপূর্ণ সময় হলো ছাত্রজীবন; অথচ এই সময়টাকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়, নষ্ট করা হয়। এর মূল কারণ ছাত্রজীবনের এই সময়টার গুরুত্ব ও তাৎপর্যকে উপলব্ধি করতে না পারা। আমরা চেষ্টা করেছি তরুণ মনে এই উপলব্ধিকে জাগ্রত করার যে-তুমি তোমার জীবনটাকে কতটা দামি বা গুরুত্বপূর্ণ করে গড়ে তুলতে চাও তা নির্ভর করে ছাত্রজীবনের এই মূল্যবান সময়টাকে তুমি কতটা কাজে লাগাতে পারলে তার উপর। মূলত ছাত্রজীবন হলো আত্মগঠনের সময়। পড়াশোনার পাশাপাশি এই সময় কিছু মৌলিক মানবীয় ও নৈতিক গুণাবলীও অর্জন করতে হয় যা ছাত্রজীবন এবং কর্মজীবনের সফলতার জন্য অপরিহার্য; এই বইটিতে আমরা সেসব বিষয় বিস্তারিত আলোচনা করেছি।

পাশাপাশি আমরা সময় ব্যবস্থাপনা ও ভালো পাঠাভ্যাস গড়ে তোলার কিছু কৌশল নিয়েও আলোচনা করেছি যা ছাত্রজীবনে সফল হওয়ার পক্ষে অত্যন্ত সহায়ক হবে বলে আমরা আশাবাদি। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নৈতিকতার উন্নয়নেও বিশেষ মনোযোগী হয় এবং ধর্মীয় উগ্রবাদ সম্পর্কে সজাগ ও সচেতন হতে পারে সেজন্য ইসলামের মৌলিক কিছু বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি জঙ্গিবাদের অসারতাও তুলে ধরা হয়েছে। আশা করি বইটি শিক্ষার্থীদের আত্মগঠন ও ক্যারিয়ার গঠনের পক্ষে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

ছাত্রজীবন: সফল্যের শর্তাবলী (হার্ডকভার)
লেখক: মুহাম্মদ আবুল হুসাইন
পৃষ্ঠা: ২০০
প্রকাশক: সময় প্রকাশন
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০১৯
প্রচ্ছদ: ধ্রুব এষ
ISBN: 9789845481227

 

আরও পড়ুন...