নিউজিল্যান্ডে আরো এক বাংলাদেশির লাশ শনাক্ত, নিহতের সংখ্যা বেড়ে ৫

ইনসেটে নিহত জাকারিয়ার ছবি। পিবিএ

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় নিখোঁজ আরও এক বাংলাদেশির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম জাকারিয়া ভূঁইয়া। তিনি বাংলাদেশের নরসিংদী জেলার বাসিন্দা ছিলেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান বলেন, ঘটনার পর থেকে নরসিংদীর বাসিন্দা জাকারিয়া ভুঁইয়া নিখোঁজ ছিলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শফিকুর রহমান।

তার পূর্ব পরিচিত স্থানীয় একটি মসজিদের ইমাম তার লাশ শনাক্ত করেছেন। ফলে বেসরকারীভাবে বাংলাদেশী মৃতের সংখ্যা এখন ৫-ই বলা হচ্ছে। নরসিংদীর জাকারিয়া প্রায় ১৮ মাস আগে সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ডে গিয়েছিলেন।

নিহতদের মধ্যে ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং হুসনে আরা পারভীনের মৃত্যুর তথ্য প্রথম দিনই পাওয়া গিয়েছিল। পরে তালিকায় যুক্ত হয় মোজাম্মেল হক এবং মোহাম্মদ ওমর ফারুকের নাম। আর আজ সর্বশেষ যুক্ত হলো জাকারিয়ার নাম।

এদিকে নিখোঁজ জাকারিয়ার বাড়িতে তার নিহত হওয়ার খবর আগেই পৌঁছেছে। গত দুদিন ধরে তার বাড়িতে শোকের মাতম চলছে বলে স্থানীয় সংবাদদাতারা খবর পাঠিয়েছেন।

উল্লেখ্য, এর আগে আজ রোববার সর্বশেষ চার বাংলাদেশি নাগরিক নিহতের খবর জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিহতের সংখ্যা ছয়জন পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...