টারান্ট তুরস্কেও হামলা করতে চেয়েছিল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আল জাজিরা

পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী টারান্ট তুরস্কেও হামলা করতে চেয়েছিল বলে দাবী করেছেনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সংঘঠিত বর্বর হামলার একটি ভিডিও দেখানো হয়। খবর আল জাজিরার।

তুরস্কের প্রেসিডেন্ট একটি বড় পর্দায় সমবেত মানুষকে ওই সন্ত্রাসী হামলাকারীর ইশতেহার এবং গুলিবর্ষণের ভিডিও প্রদর্শন করান।

এরদোয়ান বলেন, ওই হামলাকারী দু’বার তুরস্ক ভ্রমণ করেছিলেন এবং ইউরোপে তুরস্কের কোনো জায়গা নেই বলে সতর্ক করেছিলেন। এ সময় ওই বন্দুকধারী তুরস্কের মুসলিমদের হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেন এরদোয়ান।

এরদোয়ান এই বর্বর ও কাপুরুষোচিত হামলার নিন্দা করে বলেন, তুর্কি কর্তৃপক্ষ ওই হামলাকারীর ভ্রমণের এবং যোগাযোগের বিষয়ে তদন্ত করছে।

‘আমরা আবারও ক্রস আর ক্রিসেন্টের মধ্যে সংঘর্ষ দেখতে চাই না,’ খ্রিস্টান ও মুসলিমদের প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

এরদোয়ান বলেন, ‘ওই হামলাকারী ইউরোপের তুরস্কের এলাকা থেকে তুর্কি মুসলিমদের সরিয়ে দিতে চেয়েছিল।

মুসলিম প্রধান দেশ তুরস্ক ইউরোপ ও এশিয়াজুড়ে বিস্তৃত। এশিয়ায় তুরস্কের অংশটিকে আনাতোলিয়া বলা হয়। দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুল ইউরোপ ও এশিয়াজুড়ে বিস্তৃত।’

‘আমাদের ৪৯ জন ভাই ও বোনকে হত্যা করা ওই বদমাশ ব্যক্তি বলছে আনাতোলিয়ায় থাকতে পারব। কিন্তু, ইউরোপের অংশে যেতে পারব না। নিজেকে আপনি কী মনে করেন?’ যোগ করেন এরদোয়ান।

তুরস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিউজিল্যান্ডের হামলার জন্য দায়ী ব্রেনটন টারান্ট ২০১৬ সালে দু’বার তুরস্ক ভ্রমণ করেন। তুরস্কের কর্তৃপক্ষ তার ভ্রমণের কারণ বের করতে হোটেলের রেকর্ড থেকে শুরু করে ক্যামেরা ফুটেজসহ সবকিছু পরীক্ষা করে দেখছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...