পিবিএ,ঢাকা: রাজধানীর অদূরে গাজীপুরে টঙ্গীর মিলগেইট নামার বাজার এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট নামার বাজার এলাকায় রেখা এন্টার প্রাইজের ঝুটের গুদামে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আতিকুল ইসলাম পিবিএকে জানান, টঙ্গীর মিলগেইট নামার বাজারে রেখা এন্টার প্রাইজের তুলা উৎপাদন কারখানায় আগুন লাগলে মুহূর্তের মধ্যে আগুন পাশবর্তী জামিল এন্টার প্রাইজ থেকে অন্যান্য গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি উত্তরা থেকে একটি ইউনিটসহ ৪টি ইউনিট একসাথে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি তুলার গুদাম ৭টি তুলা উৎপাদন কারখানাসহ মোট ১০টি প্রতিষ্ঠান আগুনে ভস্মীভুত হয়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তুলা উৎপাদন কারখানার মেশিন ক্রস (হিটিষ্ট্রিক) হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনীর সদস্যরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পিবিএকে জানান, অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল মেশিনপত্র আগুনে ভস্মীভুত হয়ে গেছে।
পিবিএ/এম জি/জেডআই